গত ২৯-১০-২০১৪ ইং তারিখ ৫ নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে নারিকেলী চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪ পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা তাহিরা খাতুন। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে উক্ত বিদ্যালয়ে এক চিত্রাঙ্কনের প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। উক্ত অনুষ্ঠানে অত্র পরিষদের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ষ্যানিটেশন মাস সম্পর্কে বিশেষ বক্তব্য দেন জনাবা তাহিরা খাতুন ও চেয়ারম্যান জনাব মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। এছাড়া উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী সকল শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস